জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিএসএফ জওয়ানের আইজি সুশান্ত কুমার নাথ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন আবার সক্রিয় হয়ে উঠেছে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীরা কাজকর্ম শুরু করে দিয়েছে গত বছর থেকে। রাজ্যের পাহাড়ি এলাকায় এনএলএফটি জঙ্গিগোষ্ঠী তাদের কাজকর্ম সক্রিয়ভাবে করে চলছেন। বিগত অনেক বছর ধরে রাজ্যে এনএলএফটি জঙ্গিগোষ্ঠীর কাজকর্ম বন্ধ থাকলেও হঠাৎ করে তারা আবার সক্রিয় হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে চলেছেন। আগরতলা শালবাগান স্থিত বিএসএফ ক্যাম্পে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে বিএসএফের সুশান্ত কুমার নাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান। রাজ্যের বর্তমান সরকার রাজ্যে যাতে জঙ্গী গোষ্ঠীর কার্যকলাপ বন্ধ করতে পারে তার জন্য সবদিক দিয়ে বন্ধ করে দিয়েছে তাতে বিএসএফ সক্রিয়ভাবে সীমান্ত এলাকায় টহলদারি আরো বাড়ানো হয়েছে বলে জানান আই জি সুশান্ত কুমার নাথ। তিনি আরো বলেন গতবছর মার্চ মাস থেকে covid-19 সংক্রামন লকডাউন সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, রেল চলাচল, বিমান পরিষেবা সবকিছু বন্ধ ছিল। এসব কারণের জন্য ভারতীয় বিএসএফ সেনা জওয়ান দের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তা সত্বেও ত্রিপুরা ফ্রন্টিয়ার অধীন বিএসএফ জওয়ানরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করেছেন আর তাতে অভূতপূর্বভাবে সফল হয়েছে তারা।