আগামী ২০শে ফেব্রুয়ারী থেকে ৮ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে গ্লোবাল এক্সপো । এই ইভেন্ট রাজ্যের একটি এন্টারট্রেইনমেন্ট সংস্থা ও গুয়াহাটির মিলিওনাইর ইভেন্টের যৌথ উদ্যোগে হচ্ছে । এই এক্সপোতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের হোম মেকিং এপ্লায়েন্স এবং গারমেন্টস নিয়ে বসছে পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও এক্সপোতে যোগ দেওয়ার জন্য আসছে বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা ।