জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরে বিভ্রান্তির শিকার এ এন এম ও এম পি ডব্লু পাসআউট বেকার ছাত্রছাত্রীরা। জানা যায় 2017 সালে তৎকালীন সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে এ এন এম ও এম পি ডব্লু পাশ আউট প্রায় 700 ছাত্রছাত্রীরা চাকরির জন্য আবেদন করেন, কিন্তু এখন পর্যন্ত দপ্তরে কাছ থেকে নিয়োগ সংক্রান্ত কোন খবর দেওয়া হয়নি। কিন্তু দপ্তরের গোপন সূত্রে খবরে জানা যায় দপ্তর 47 জন বেকারকে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার স্বাস্থ্য দপ্তরে দপ্তরে আধিকারিককে ঘেরাও করে এ এন এম ও এম পি ডব্লু পাস আউট বেকার ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ যে জায়গায় দিন দিন বেকার সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে সেই জায়গায় 47 টি পোস্ট দিয়ে কার পেট ভরবে বলে। রাজ্যে এ এন এম ও এম পি ডব্লু পাস আউট ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অন্যান্য দপ্তরের বেকাররা চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও রাজ্য সরকার সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না তাতে করে রাজ্যে দিন পর দিন বেকার সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তৎকালীন বিরোধী দল অভিযোগ করেছিল বামফ্রন্ট শাসিত রাজ্যে বেকার সংখ্যা বৃদ্ধির কারণ নিয়ে কিন্তু বিগত সরকারের ন্যায় এই সরকারের আমলেও একই পরিসংখ্যান লক্ষ করা যাচ্ছে যেটা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখকর নয়।