জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-সোমবার কাঁসারিমুখ ট্রাই জংশন থেকে গৌরাঙ্গ বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের শিলান্যাস কর্মসূচী অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই রাস্তা নির্মাণে খরচ হবে ১৮ কোটি ৩৯ লক্ষ টাকা। ২১ মাসের মধ্যে এই রাস্তা প্রশস্তকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সড়ক পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। একদিকে রাজ্যে যেমন নতুন হাইওয়ে হতে চলেছে তেমনই অন্যান্য রাস্তার সম্প্রসারণ, প্রশস্তকরণের কাজও চলছে। সড়ক পরিবহণে গতি এলে তবেই বাণিজ্যে গতি আসে। সেই দিশাতেই রাজ্য সরকার তার কার্যধারা পরিচালনা করছে বলে জানান। এই রাস্তা প্রশস্তকরণের ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণের ব্যাপক সুবিধা হবে বলে ধারনা বুদ্ধিজীবী মহলের।