জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- শনিবার রাত আনুমানিক ১০ঘটিকায় উদয়পুর বাগমা গ্রামীণ ব্যাংকের সামনে জাতীয় সড়কে ১০২এম্বুলেন্স সাথে মারুতি ভ্যান TR01AK0351 নাম্বারের গাড়ি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন। ঘটনা প্রকাশ্যে জানা যায় উদয়পুর গোমতী জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতাল রেফার রোগী নিয়ে যাওয়ার পথে মারুতি ভ্যান সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সে। এতে মারুতি গাড়ি এবং এম্বুলেন্স এর ব্যাপক ক্ষতি হয় আহত ব্যক্তি প্রানতোষ চক্রবর্তীকে উদয়পুর অগ্নিনির্বাপক দমকল কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এদিকে বাগমা ফাঁড়ির ওসি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে এম্বুলেন্স মারুতি গাড়ি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় এবং অ্যাম্বুলেন্স চালক ও মারুতি চালককে আটক করে। মারুতি চালক এর কাছ থেকে জানা যায় চালকের চোখে ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা। অন্যদিকে এম্বুলেন্সে থাকা রোগীকে অন্য আরেকটি এম্বুলেন্স শিফট করে আগরতলার উদ্দেশ্যে পাঠানো হলে হাপানিয়া এলাকায় রোগীর মৃত্যু হয়।