জনতার কলম,ত্রিপুরা,বক্সনগর প্রতিনিধি:- গত ১৫ দিন যাবত বক্সনগর এর দুটি এটিএম পরিষেবা মুখ থুবরে পড়েছে। জানা গেছে গত ১৫ দিন যাবত বক্সনগর পাঞ্জাব ব্যাংকের এটিএম কাউন্টার শাটার বন্ধ,অন্যদিকে এস বি আই ব্যাংকের এটিএম কাউন্টার টিও কিছুদিন ধরে টাকা উঠছে না, শুধু নট কানেক্টিং বলে দেখাচ্ছে,তাই ক্ষুব্দ এলাকার গ্রাহকরা,সূত্রে জানা যায় বক্সনগর ব্লকের অধীনে মোট 13 টি গ্রাম পঞ্চায়েতের ৫০ থেকে ৬০ হাজার জনসাধারণ রয়েছে, এর মধ্যে অনেকেরই এটিএম সহ একাউন্ট রয়েছে এই দুইটি ব্যাংকের মধ্যে।, রয়েছে দুটি ব্যাংক একটি ইউ বি আই, যেটা নতুন নামকরণ হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অন্যটি হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।, এই দুটি ব্যাংকের উপরই এই ৫০ থেকে ৬০ হাজার গ্রাহক নির্ভরশীল,এই ব্যাংক গুলির মধ্যে থাকে প্রতিদিন উপচে পড়া ভিড়। জনসাধারণ ব্যাংকের মধ্যে না গিয়ে এটিএম থেকে টাকা নিতে গেলে এটিএম পরিষেবাও সম্পূর্ণ মুখ থুবড়েপরে আছে। এখন দেখার বিষয় জনস্বার্থে কতদিন লাগিয়ে এগিয়ে আসে ব্যাংক কতৃপক্ষ।