রাজ্য সরকারের চালু করা নতুন সার্ক্যুলার আই সি ইউ তে প্রতিদিন বেড ভাড়া ৫০০ টাকা করার প্রতিবাদে বুধবার রাজধানীর প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালের সামনে গণধর্নায় বসল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস । এদিনের ধর্নায় কংগ্রেস নেতা সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে বলেন যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিনা পয়সায় ঔষধ প্রদান করা হয় সেখানে এই সরকার রোগীদের ১ টাকার ও ঔষধ দেয়নি । এদিন শ্রী ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র কটাক্ষ করে বলেন উদ্ভোর্স ওনার বক্তব্য । তিনি আরো বলেন ভারতবর্ষের সবচেয়ে বেশি গরিব মানুষের বসবাস এই রাজ্যে, কোথাও কোনো পরিষেবা নেই রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল , মহকুমা হাসপাতাল সবগুলি মুখ থুবড়ে পড়েছে । তাদের দাবি রোগীদের বেড ভাড়া ৫০০ টাকা করা তা প্রত্যাহার করা , বিনামূল্যে ঔষধ প্রদান করা ।