Site icon janatar kalam

গরিবদের চিকিৎসা পরিষেবা নেই , গরিবদের চিকিৎসার কোনো সুযোগ নেই : সুবল ভৌমিক

রাজ্য সরকারের চালু করা নতুন সার্ক্যুলার আই সি ইউ তে প্রতিদিন বেড ভাড়া ৫০০ টাকা করার প্রতিবাদে বুধবার রাজধানীর প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালের সামনে গণধর্নায় বসল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস । এদিনের ধর্নায় কংগ্রেস নেতা সুবল ভৌমিক সাংবাদিকদের সামনে বলেন যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিনা পয়সায় ঔষধ প্রদান করা হয় সেখানে এই সরকার রোগীদের ১ টাকার ও ঔষধ দেয়নি । এদিন শ্রী ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র কটাক্ষ করে বলেন উদ্ভোর্স ওনার বক্তব্য । তিনি আরো বলেন ভারতবর্ষের সবচেয়ে বেশি গরিব মানুষের বসবাস এই রাজ্যে, কোথাও কোনো পরিষেবা নেই রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল , মহকুমা হাসপাতাল সবগুলি মুখ থুবড়ে পড়েছে । তাদের দাবি রোগীদের বেড ভাড়া ৫০০ টাকা করা তা প্রত্যাহার করা , বিনামূল্যে ঔষধ প্রদান করা ।

Exit mobile version