জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ১৩ দফা দাবিতে মঙ্গলবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটির উদ্যোগে শহরে এক মিছিল সংঘটিত হয়। মিছিলটি সোলার প্যারাডাইস চৌমুহনী, বটতলা সহ বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। পাশাপাশি অফিস লেন এলাকায় এক পথসভা সংগঠিত করে। পথসভায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির কমিটি রাজ্য সম্পাদক সুধন দাস বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকারের আড়াই বছরে গরিব অংশে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিগত সরকারের আমলে রাজ্যে টুয়েপ -এর কাজ এবং রেগার কাজ ৯৫ দিন হতো। এখন টুয়েপ -এর কাজ এবং রেগার কাজ ৪ দিনও হচ্ছে না। ফলে গ্রামীণ মানুষের হাতে পয়সা নেই। এর প্রভাব পড়ছে শহরেও বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেন তিনি। বিগত সরকারের সময় ৪ লক্ষ ১৯ হাজারের অধিক গরিব মানুষ ৩০ টি প্রকল্পের উপর ভাতা পেতেন। বর্তমানে ৪৯ হাজারের উপর গরিব মানুষের ভাতার নাম কেটে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে চলবে না। যাদের নাম কাটা হয়েছে তাদের ভাতা অবিলম্বে সরকারকে পুনরায় চালু করে দিতে হবে জানান তিনি।