Site icon janatar kalam

এজিএমসি হোস্টেলে এক ছাত্রের রহস্য মৃত্যু, আত্মহত্যা না খুন তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-এজিএমসি হাসপাতালের হোস্টেলে এক ছাত্রের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য দেখা দেয় হাসপাতাল চত্বরে। মৃত ছাত্রের নাম আদর্শ দে বাড়ি দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়ায়। আদর্শ দে এজিএমসির নবম সেমিস্টারের ছাত্র ছিল। সহপাঠীদের কথা হতো জানা গিয়েছে এদিন বিকেলে বেলা 4 টায় ক্লাস শেষ করে হোস্টেলে ফিরে যায় আদর্শ। এদিন বন্ধুদের সাথে সন্ধ্যারৃ পর কোথাও বেরোনোর কথা ছিল তার। কিন্তু সে না আসতে দেখায় বন্ধুরা হোস্টেলে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে আদর্শ দের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই এরা, তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে এবং হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসার ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার এজিএমসি হাসপাতালে ছুটে যান রাজ্যের বিরোধীদলের উপনেতা বদল চৌধুরি এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার পুর্নাঙ্গ তদন্তের জন্য প্রশাসনের কাছে আবেদন রাখেন। তাছাড়া এদিন মৃত আদর্শ দের পিতা আকাশ দে তার ছেলে আত্মহত্যা করিনি তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। মেডিকেল পড়ুয়া এক ছাত্রের রহস্যমৃত্যুতে হোস্টেলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে তাই প্রশাসন কোমর বেঁধে নেমে পড়েছেন ঘটনাটি আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে তদন্ত করার জন্য।

Exit mobile version