জনতার কলম, এিপুরা,কুমারঘাট, প্রতিনিধি :-ঊনকোটি জেলার কুমারঘাটে ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মণ্ডল দ্বারা আয়োজিত অটল সংকল্প র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন,বিজেপি নামের মধ্যেই নিহিত রয়েছে ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমিক মানসিকতা। আগে ত্রিপুরায় একটা দলের সরকার ছিল,লুটের সরকার নাম সিপিআইএম সরকার। ২০১৮ সালে ত্রিপুরার মানুষের আশীর্বাদে এখানে সাধারণ মানুষের সরকার তৈরি হয়েছে নাম বিজেপি সরকার। আজকে অন্য দিশা নিয়ে সরকার চলছে ত্রিপুরায়। আগেও কুইন আনারস হতো। কিন্তু আজ কুমারঘাটে উৎপাদিত কুইন আনারস পৌঁছে যাচ্ছে দুবাইয়ের বাজারে। আগে বামফ্রন্টের সময়ে যে জনজাতিদের খাদ্য বাঁশকোড়ল নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হতো। এখন সেই বাঁশকোড়লের বিস্কুট সারা দুনিয়ায় চলে যাচ্ছে বলে জনসাধারণের সামনে বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাছাড়া তিনি আরো জানান কম পুঁজিতে তৈরি হচ্ছে বাঁশের বোতল। গোমতী নদী বেয়ে বার্জ ভর্তি কুইন আনারস পৌঁছে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কেন্দ্র বারাণসীতে। আজকে সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। শিক্ষা,স্বাস্থ্য,পরিকাঠামো সব ক্ষেত্রে কাজ করছে রাজ্য সরকার। সরকারের ৩৩টি দপ্তরে আড়াই বছরে সবচেয়ে বেশি কাজ হয়েছে। মডেল স্টেট করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যবাসীর সার্বিক অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই কাজ বাস্তিবায়িত হবে বলে জানান তিনি। এইদিনের সভায়, অন্যান্য দের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান দাস ছাড়া দলের কর্মীবৃন্দরা তবে সভায় দলীয় কর্মীদের ভিড় ছিল লক্ষণীয়।