জনতার কলম, এিপুরা,আগরতলা, প্রতিনিধি :- দীর্ঘ ৯ মাস স্কুল বন্ধ থাকার পর আজ পুনরায় ২৮শে ডিসেম্বর তারিখ নবম শ্রেণী একাদশ শ্রেণি স্কুল খোলার পর ছাত্র-ছাত্রীদের মনে স্বস্তির নিঃশ্বাস আসলো। করুনা মহামারীতে যেমন সাধারণ জনগণের ক্ষতি হয়েছে তেমনই স্কুল পড়ুয়াদের বেশি পরিমাণে ক্ষতি হয়েছেএ বিষয়ে শিক্ষা দপ্তর বিভিন্ন টিভি চ্যানেল মাধ্যমে শিক্ষা প্রদান করলেও অনেক ছাত্র ছাত্রীদের শিক্ষা নিতে অনেক কষ্টকর হয়ে উঠছিল।করোনা মহামারী এখনো শেষ হয়নি এখনো ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে সাধারন জনগন থেকে স্কুল পড়ুয়াদের তারপরেও শিক্ষা মন্ত্রী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সোমবার ২৮শে ডিসেম্বর স্কুল খোলার ব্যবস্থা করেছেন শিক্ষা দপ্তর । এরপর ও শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশিকা পালন করে ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব মেনে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যবস্থা করা যেন হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধির সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ছাত্রছাত্রীরা স্কুলে ঢোকার আগে তাদের মুখে মাক্স আছে কিনা এটা চেক করেন এমনকি সবাইকে সেনিটাইজার ও থার্মোসেটিং করে স্কুলে প্রবেশ করতে দেন এমনকি সব ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব মেনে বেঞ্চে বসার জন্য স্কুল ছুটি হওয়ার পর পুরো ক্লাসরুম স্সেনিটাইজার করা হয়। আজ ২৮শে ডিসেম্বর স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০% পার্সেন্ট এর উপর ছাত্র-ছাত্রীদের হাড় রয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মহাশয়।