Site icon janatar kalam

অনুষ্ঠিত হলো গোমতী জেলা ভিত্তিক যুব উৎসব

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- সোমবার উদয়পুর রাজর্ষি হলে অনুষ্ঠিত হলো গোমতী জেলা ভিত্তিক যুব উৎসব। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই গোমতী জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্ভোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক প্রেমী মানুষ সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন গোমতী জেলার উদয়পুর, অমরপুর এবং করবুক মহকুমার শিল্পীদের তিনটি দল 12 টি বিভাগে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। জেলা ভিত্তিক যুব উৎসবে প্রথম স্থানাধিকারী দলগুলি মঙ্গলবার রাজ্য ভিত্তিক যুব উৎসবে অংশগ্রহণ করবে।

Exit mobile version