Site icon janatar kalam

নবজাগরণের প্রতিকৃতিরা শিক্ষা নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বিপর্যস্ত- রামপ্রসাদ আচার্য্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংগঠনের 67 তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে দিল্লিতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের মধ্যে যারা শহীদের মৃত্যু বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আই ডি এস ও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন নবজাগরণের প্রতিকৃতি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ শিক্ষা ব্যবস্থা নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ বিপর্যস্ত অবস্থায়, তাছাড়া আমাদের দেশ সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়েও বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি নয়া শিক্ষানীতির বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংগঠন যেভাবে ছাত্র দের পাশে দাড়িয়ে আন্দোলন করেছেন, ঠিক সেইভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষিবিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে শামিল হবেন বলেও জানান এবং কেন্দ্র সরকারের কাছে আহ্বান রাখেন তাল বাহানা না করে কৃষকদের দাবি যেন মেনে নিয়ে কৃষক বিরোধী আইন বাতিল করা হয়।

Exit mobile version