Site icon janatar kalam

১০ দফা দাবিতে ডেপুটেশন দিল ৬ আগরতলা ১২ নং ওয়ার্ডের এলাকাবাসীরা

৬ আগরতলা ১২ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে মোট ১০ দফা দাবির ভিত্তিতে ১২ নং ওয়ার্ডের মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলারের কাছে ডেপুটেশন প্রদান করল এলাকাবাসীরা । রাধানগর সরকারি আবাসে যে রুম বন্টন ব্যবস্থা রয়েছে তা ১২ নং ওয়ার্ডের এলাকাবাসীদের মধ্যে সীমাবদ্ধ রাখা, রাধানগর শপিং মলের দোকান ঘর বস্তির প্রকৃত বেকারদের মধ্যে বন্টন করা , রাস্তার বৈদ্যুতিক খুঁটিগুলিতে আলোর ব্যবস্থা করাসহ মোট ১০ টি দাবি নিয়ে তাদের এই ডেপুটেশন প্রদান বলে জানান ৬ আগরতলা মন্ডলের সম্পাদক তপন রায়। পাশাপাশি এরা জানান তাদের দাবি গুলি যদি দ্রুত পূরণ না হয় তাহলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে ।

Exit mobile version