Site icon janatar kalam

সমস্ত বাধা বিঘ্নতা দূরে সরিয়ে রেখে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি উন্মোচন করলেন সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবার ২৫ ডিসেম্বর ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর মর্মর মূর্তি উন্মোচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন বিধায়ক শ্রী বর্মন । কিন্তু এতে দেখা দেয় আইনি বেড়াজাল। মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর থেকে বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার বানচাল করে দেওয়া হয় অটল বিহারি বাজপেয়ীর মর্মর মূর্তি উন্মোচন অনুষ্ঠান। কিন্তু সমস্ত বাধা বিঘ্নতা দুরে সরিয়ে কয়েক শতাধিক কর্মী সমর্থক এবং বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক সুশান্ত চৌধুরীকে সাথে নিয়ে বিটি কলেজ থেকে সুবিশাল মিছিল করে শুক্রবার ক্যান্সার হাসপাতাল পৌছেন বিধায়ক শ্রী বর্মন এবং পূর্বের ঘোষণা অনুযায়ী অটল বিহারি বাজপেয়ী মর্মর মূর্তি উন্মোচন করে দেখিয়ে দিলেন বিধায়কদ্বয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, যারা এই অনুষ্ঠানে বাধা দিয়েছিলেন তারও খুশি, আর যারা এ অনুষ্ঠান করতে চেয়েছেন তারাও অত্যন্ত খুশি। কারণ দেশে যথাযথ মর্যাদায় অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মতিথি শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমাণ করে দেখিয়ে দিলেন যে যদি কোন কাজ করার সদিচ্ছা থাকে তাহলে কোনো বাধা-বিপত্তি তাকে আটকাতে পারেনা। এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version