Site icon janatar kalam

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে 18 সূর্যমনি নগর মন্ডল এর উদ্যোগে পদযাত্রা করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অটল বিহারি বাজপেয়ি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী 1996 সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন মাত্র 13 দিনের জন্য এরপর হাজার 1988 সাল থেকে 2004 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ি। অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের জন্য যে সমস্ত কাজ করে গিয়েছেন তা এখনো দেশজুড়ে জনগণ ভুলতে পারছেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রায়াত অটল বিহারি বাজপেয়ির 96 জন্মদিন উপলক্ষে দেশের সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয় এই দিন থেকে আবার সুশাসন দিবস হিসাবে বলে থাকেন। অটল বিহারি বাজপেয়ির 96 তম জন্মদিনে 18 সূর্যমনি নগর বিধায়ক সহ কর্মী-সমর্থকরা এর মাধ্যমে উনার জন্মদিন কে পালন করেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ 18 সূর্যমনি নগর এর অন্যান্য নেতৃত্ব রা। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হল ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রধান দুটি দলের অন্যতম 2014 সালের হিসেব অনুসারে ভারতের সংসদ ও রাজ্য বিধানসভা গুলি প্রতিনিধি সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। প্রাথমিক সদস্যপদের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি একটি দক্ষিণপন্থী দল জাতীয়তা বাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই দলের আদর্শগত ও সংগঠন গত নৈকট্য রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল ওনার যে দেশ ভক্তি এবং দলের জন্য যা কিছু করে গেছেন বর্তমানের দেশীয় রাজ্যের জনগণ কিছুতেই ভুলার মত নয়। ভারতের প্রধানমন্ত্রী প্রায় তো অটল বিহারি বাজপেয়ির 96 তম জন্মদিন উপলক্ষে 18 সূর্যমনি নগর এর বিধায়ক রামপ্রসাদ পাল কর্মী-সমর্থকদের নিয়ে রাজ পথে হেটে ওনার প্রতি শ্রদ্ধা জানান এদিন সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক রামপ্রসাদ পাল জানান অটল বিহারি বাজপেয়ির চিন্তাধারা সারাদেশ যেভাবে পরিচালিত হয়ে আসছে তা একমাত্র উনার কারণেই উনার চিন্তাধারাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য বিজেপি দল প্রতিনিয়ত উনার চিন্তা ধারাকে স্মরণ করে আগামী দিনে পথ চলার অঙ্গীকারবদ্ধ হন এইদিনের কর্মসূচিতে 18 সূর্যমনি নগর এর প্রচুর সংখ্যক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version