Site icon janatar kalam

কৃষকদের সহায়তায় এগিয়ে কৃষিমন্ত্রী প্রণজিৎ

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- কৃষি ও কৃষক কল্যান দপ্তরের অধীনে সুসংহত জল বিভাজাকা প্রকল্পের অধীনে কৃষি যন্ত্র পাতি বিররণ করা হয় l কাঁকড়াবন কৃষি মহকুমা আয়োজিত মির্জা কমিউনিটি হলে এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সুধীর মজুমদার , সমাজ সেবী জিতেন মজুমদার ,অভিষেক দেবরায় , কৃষি দপ্তরে গোমতী জেলার উপ অধিকর্তা গৌতম মজুমদার , কাকারাবন কৃষি সুপার রাজু মজুমদার , কৃষি আধিকারিক প্রিয় ব্রত বৈদ্য প্রমূখ l উইনাওয়ার 24টি , পাম্পসেট 6টি , পাওয়ার উইডের 6টি , paddy উইডার 100টি, ব্যাটারী স্প্রের 50টি , paddle thresher 15টি এবং এস এম এ এম প্রকল্পে বহমুখী দিশা এন জি ও কে কুশামুড়া গ্রাম পঞ্চায়েতের 3টি পাওয়ার টিলার , একটি রেপার, 5টি ব্যাটারি স্প্রে দেওয়া হয়েছে l এতে 6টি গ্রাম পঞ্চায়েতের তিনটি মাইক্রো ওয়াটার শেড এর 201 জন উপকৃত হয়েছে বলে একাংশ মহলের ধারণা।

Exit mobile version