জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ আগামী ২০ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার শাসনকার্যের সময়সীমা। তারই পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলা পৌর নিগমের কর্মীরা বিদায় সংবর্ধনা দেন পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্ল জিৎ সিনহা কে। এদিন এদিন মেয়র প্রফুল্ল জিৎ সিনেমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের উন্নয়ন এর খাতিরে অনেক চেষ্টা চালিয়েছেন সবকয়টি জায়গায় না পারলেও সিংহভাগ জায়গায় নিজের দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করেছেন বলে জানান। তাছাড়া এদিন পুর কমিশনার সিদ্ধর্থ শিব জৈশয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এতদিন ঘরের কাছে যে ক্ষমতায়ন ছিল সেটা অনুপস্থিতিতে পুরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর দপ্তর এর কাছে থাকবে বলে। তাছাড়া নতুন মেয়র না আসা অবধি আগামী দিন কাজ পরিচালনা করার ক্ষেত্রে পুর নিগমের অ্যাডমিনিস্ট্রেটর দপ্তর সেই দায়িত্ব বহন করবেন বলে। মেয়র বিহীন কাজ পরিচালনা করার ক্ষেত্রে পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।