Site icon janatar kalam

রাজ্যের প্রশাসন নেশা বিরোধী অভিযানে যেতেই নেশা কারবারিদের সাথে বাধে খণ্ডযুদ্ধ

জনতার কলম ত্রিপুরা বক্সনগর প্রতিনিধিঃ- জানা যায় সোনামুড়া থানাধীন কমলনগর ঘাঁটিগর্, বিজয়নগরের একটা অংশে পুলিশ, বিএসএফ, নারকেটিক্সএবং বন দপ্তরের, কর্মীরা শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে এলাকাগুলিতে গাজা গাছ ধ্বংস করার উদ্দেশ্যে যায় এবং প্রায় 1 লক্ষ গাছ গাছ কাটার পর উত্তেজিত জনতা পুলিশের দিকে লক্ষ্য করে ডিল, গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে, আর তখন পুলিশের পক্ষ থেকেও টি আর গ্যাস পাঁচ থেকে ছয়টি জনতার উপর ছাড়তে গাঁজা চাষীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই খণ্ডযুদ্ধে জড়িত নেশা কারবারিদের ধরতে লেগে পড়েছে পুলিশ। এখন দেখার এই প্রশাসনের কর্মীরা কতটুকু সফল হন।

Exit mobile version