Site icon janatar kalam

বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ট্রেড লাইসেন্স ও বিনামূল্যে লাইফ ইন্সুরেন্স প্রদান করা হয়েছে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করা এবং ব্যবসা ক্ষেত্রে কোনো দুর্ঘটনার শিকার হওয়ার পরেও এরা যেন ক্ষতিপূরণ পেয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে সদর মহকুমা শাসক এবং পুরো নিগমের উদ্যোগে ট্রেড লাইসেন্স ও বিনামূল্যে 5 লক্ষ টাকা অবধি লাইফ ইন্সুরেন্স প্রদান করা হয়েছে রাজধানীর মট চৌমুহনী বাজার এলাকায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, এবং টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য সাংবাদিকদের জানান ব্যাপক অংশের মানুষ যেন আত্মনির্ভর হতে পারে তার জন্য ট্রেড লাইসেন্স প্রদান এবং ব্যবসায় কোন ধরনের ক্ষতি হলে সে ক্ষতিপূরণ যেন এরা পেয়ে যায় তার জন্য বিনামূল্যে লাইফ ইন্সুরেন্স প্রদান করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। রাজ্য সরকারের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগে খুশির জোয়ার বইছে বেকার মহলে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত করা গেছে এবং উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version