Site icon janatar kalam

শিক্ষাগত মান উন্নয়নের চিন্তাধারায় রাজ্যের ২২ জন শিক্ষক সম্বর্ধনা পাচ্ছে দিল্লিতে

অরবিন্দ সোসাইটি নামক একটি সংস্থা এরা শিক্ষা নিয়ে গবেষণা করে। এরা গত বছর রাজ্য সরকারের সাথে একটি মৌ স্বাক্ষর করে । এদের মূল লক্ষ হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশন ফর এডুকেশন ইনিশিয়েটিভস , বিভিন্ন রাজ্যের শিক্ষক , শিক্ষিকাদের মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাগত মান উন্নত করার ক্ষেত্রে কি ধরণের চিন্তা ভাবনা বা পদক্ষেপ রয়েছে তা বের করে আনা। অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে দেশ, দেশের বাইরে ও রাজ্যের বিভিন্ন জেলাতে বিদ্যালয় স্তরে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিল সেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের চিন্তা ভাবনা তাদের সামনে তুলে ধরেছিলেন । সেখান থেকে সোসাইটির দ্বারা দেশ ও দেশের বাইরের ১০০০ জন শিক্ষক নির্বাচিত হয় এর মধ্যে ত্রিপুরা থেকে ২২ জন শিক্ষক সেখানে স্থান পায়। আগামী ২৭ ফেব্রুয়ারী দিল্লির আই আই টি ভবনে নির্বাচিত শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হবে । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমাসহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।এদিনের বৈঠক শেষে নির্বাচিত শিক্ষকদের মধ্যে সোসাইটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর হাত ধরে শংসাপত্র দেওয়া হয় ।

Exit mobile version