জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশ বিজয়ের ৪৯ তম বার্ষিকী অনুষ্ঠিত হয় গোটা রাজ্যেও। এদিন বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয় শহরের বিভিন্ন প্রান্তে। এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে যতবারই বাংলাদেশের উপর এবং বাঙালি জাতির উপর আঘাত এসেছে, ততোবারই এর মুখ্য জবাব দিয়েছে বাংলাদেশ বাসী। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে শেখ মুজিবর রহমান এবং বঙ্গবন্ধু চিরকাল বাঙ্গালীদের মনে শ্রদ্ধার সাথে বেঁচে থাকবেন। বাংলাদেশ বাসীকে আজকের দিনে রাজ্য বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন বলে জানান তিনি।
আজকের দিনটি গোটা বাংলাদেশের সাথে ত্রিপুরাবাসীর কাছেও তাৎপর্যপূর্ণ। সেদিকে গুরুত্ব দিয়ে এদিন রাজ্য বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। কেননা এর পেছনে রয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে ত্রিপুরার অবদান ছিল স্মরণীয়, যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।