Site icon janatar kalam

ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস: দীপক মজুমদার

গত ১৪ তারিখ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছিল নাগেরজলা মোটরস্ট্যান্ডের ১২ টি দোকান । তারই পরিপ্রেক্ষিতে আজ নাগেরজলা মোটরস্টান্ড পরিদর্শনে যান টি আর টি সি চেয়ারম্যান দীপক মজুমদার। তিনি জানান নাগেরজলা ডেভেলপমেন্ট সোসাইটিতে যারা রয়েছেন তাদের সাথে আলোচনাক্রমে টি আর টি সি যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আশ্বাস দেন । পাশাপাশি যেহেতু রাজ্যের নাগেরজলাসহ সমস্ত মোটরস্ট্যান্ড, আই এস বি টি ,টি আর টিসির আওতায় রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে টি আর টি সির পক্ষ থেকেও সহায়তা করার জন্য চেষ্টা করবেন বলে জানান দপ্তরের চেয়ারম্যান দীপক মজুমদার ।

Exit mobile version