Site icon janatar kalam

নয়া কৃষি আইন দ্বারা কৃষকরা ব্যবসায়ী সমিতি এবং আরদারদের কাছ থেকে মুক্তি পেয়েছে- প্রতিমা ভৌমিক

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কৃষকদের আয় ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করতে চাইছে। আর সেই প্রধানমন্ত্রী কৃষকদের ক্ষতি হবে এমন কোন কাজ করতে পারে না। তিনি কৃষকদের আয় বৃদ্ধি করতে ছয় হাজার টাকার মতো প্রকল্প এনেছে। দালালদের কাছ থেকে ৭০ বছর পর কৃষকদের মুক্তি দিয়েছে। সরকার এক দেশ, এক বাজার করতে চাইছে। একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে কৃষককে উপকৃত করছে। বিগত সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার মতো ব্যবস্থা করে তুলে নি। ৪৭ হাজার ৭০০ মেট্রিক টন ধান ক্রয় করেছে কৃষকদের কাছ থেকে। কৃষকদের ধান বিক্রি করতে আর বাজারে যেতে হচ্ছে না। এটাই ভারতীয় জনতা পার্টির সরকার। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সাংসদ প্রতিমা ভৌমিক। কিন্তু যারা কৃষকদের নয়া আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা রাজনীতি চমকানো জন্য এমনটা করছেন। কিন্তু নয়া কৃষি আইন দ্বারা কৃষকরা ব্যবসায়ী সমিতি এবং আরদারদের কাছ থেকে মুক্তি পেয়েছে। ই- মার্কেটিং -এর মাধ্যমে সরাসরি উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে বলে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা আলোচনা করেন সাংবাদিক সম্মেলনে।

Exit mobile version