জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- শনিবার রাত আনুমানিক দশটায় কাকরাবন বাজারে ভয়াবহ এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয় 5 টি দোকান। এর মধ্যে টিঙ্কু সাহার মিষ্টি দোকান টি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এছাড়া আরও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির মূল্য প্রায় 3 লাখ টাকা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত আনুমানিক 10 টা নাগাদ স্থানীয় লোকজন টিঙ্কু সাহার মিষ্টি দোকানে প্রথম আগুন জলন্ত অবস্থায় দেখতে পায়। এই ঘটনাটির সূত্রপাত এখনও সঠিক ভাবে জানা না গেলেও এই ঘটনা নাশকতা মূলক বলে বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ স্থানীয় লোকজনদের অনেকের অভিমত। ঘটনা দেখে এদিন স্থানীয়রা কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয় । সাথে সাথে ঘটনা স্থলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সহ সকল অংশের লোকজনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।