জনতার কলম, এিপুরা, বক্সনগর প্রতিনিধি:- সাতসকালে যান দুর্ঘটনায় প্রাণ গেল দুই গরুর।সাতসকালে যান দুর্ঘটনায় প্রাণ হারাল 2 টি গাভী গরু, আহত আরো তিনটি গরু। ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল 9 ঘটিকার সময় কলমচৌড়া থানাধীন কলসীমুড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের জাকির হোসেন নামে এক কৃষক পাঁচটি গরু নিয়ে প্রতিদিনের ন্যায় জঙ্গলে গরু চড়াতে যাচ্ছিল, আর তখনই বিশালগড় দিক থেকে টি আর-07-এ-1595 নাম্বারের একটি টাটা কোম্পানির ৪০৭ ট্রাক ও লাল রঙের একটি ম্যাজিক গাড়ি বিশালগড় এর দিক থেকে কে আগে আসবে এই প্রতিযোগিতা করতে গিয়ে বক্সনগর বনদপ্তর এর অফিসের সামনে এসেই গরু গুলির উপর সজোরে ধাক্কা মারে, ধাক্কা মারতে গরুগুলি রাস্তার ওপাশে ছিটকে পড়ে যায়, ঘটনাস্থলেই দুটি গরু প্রাণ হারায়, আর বাকি তিনটি গরু গুরুতর ভাবে আহত হয়। পরে গরুর মালিক চিত্কার করতেই আশেপাশের লোকজন এসে গাড়ির চালক পংকজ বর্মনকে আটক করে, পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ এসে গাড়ির চালককে থানায় না নিয়ে গিয়ে সিন্ডিকেট অফিসে বসিয়ে রাখে, এদিকে গুরুতর আহত তিনটি গরু পশু হাসপাতালে চিকিৎসাধীন, গরুর মালিক জানান গরু গুলির আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা, এদিকে খবর লেখাঅব্দি জানা যায় মর্মান্তিক যান দুর্ঘটনার মীমাংসা হতে চলছে, এদিকে গরুর মালিকের দাবি গরু গুলি সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ যদি না পায় তাহলে আইনের দ্বারস্থ হবেন। তবে জানা যায় এই পাঁচটি গরুর দুইজন মালিক একজন হলেন জাকির হোসেন, যার চারটি গরু, এর মধ্যে দুটি গরু মারা যায়, বাকি একটি গরু একই এলাকার হাফিজ মিয়া নামে এক ব্যক্তির।