জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- হীরার এিপুরায় বেহাল রাস্তায় পরিণত হয়ে আছে দীর্ঘদিন যাবত। জোট সরকার ক্ষমতায় বসার পর থেকে উদয়পুর থেকে মহারানী যাওয়ার প্রধান সড়ক পথটি মেরামত করার প্রয়োজন বোধ করছে না, ডাবল ইঞ্জিনের সরকারের আমলে রাস্তায় পিচের অভাব দেখা দিয়েছে। মরন ফাঁদে পরিনত উদয়পুর-মহারানী সড়ক। গোটা রাস্তায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। যার ফলে প্রায়সময়ই ঘটে চলছে ছোটখাটো দুর্ঘটনা। এছাড়া সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে একাকার হয়ে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবী জানালেও কোনও হেলদোল নেই কতৃপক্ষের। আর এ নিয়ে বেজায় ক্ষুব্ধ এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। এক গাড়ি চালক জানান দীর্ঘ বহু বছর যাবত এই রাস্তাটি চলার অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করার ফলে বর্তমানে গাড়ির মেরামত অনেকটাই বেশী করতে হয়। তাই দাবী জানান রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।