জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি:-বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কোন রোগের জন্য অক্সিজেনের অভাবে মারা না যায় এবং রাজ্যের চিকিৎসাকেন্দ্র গলিতে যেন অক্সিজেন সিলিন্ডারের প্রভাব যেন না দেখা দেয় সেদিকে লক্ষ্য রেখে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার রঞ্জন কুমার ধর ধর নিয়ে এলো কম খরচে নিজ হাতে তৈরি “অক্সিজেন কনসেনট্রেটর ডিভাইস”। শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে রঞ্জন কুমার ধর অক্সিজেন কনস্ট্রাক্টর ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বাজারজাত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আবেদন করেন অনুমতি দেওয়ার।