Site icon janatar kalam

দীর্ঘদিন পর বিদ্যালয় ও কলেজ খোলার পর পরিদর্শনে রাজ্যের শিক্ষামন্ত্রী

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা,প্রতিনিধি;- রাজ্যে মহামারী পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলু খোলা থাকলেও করোনা ভাইরাস আতংকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরাসরি ক্লাশ করানো হত না, তাই এহেন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের শিক্ষকরা অনলাইনে ক্লাশ করানো শুরু করেন শিক্ষা দপ্তরের নির্দেশনা অনুসারে। অবশেষে করোণা মহামারীর আতঙ্ক কাটিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় আসছেন কিনা এবং মহামারীর রীতিনীতি মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে রাজধানী বিভিন্ন বিদ্যালয় এবং কলেজগুলোতে পরিদর্শনে যান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যায় শিক্ষা মন্ত্রী জানান বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে ক্লাস পরিচালনা করছেন কিনা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা তাছাড়া মাস্ক ব্যবহার হচ্ছে কিনা পরিদর্শনকালে তিনি এ বিষয়গুলিকে কোথায় দেখেছেন এবং প্রথমদিনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম থাকলেও আগামী দিনে তা বাড়বে বলে আশা ব্যক্ত করলেন। বিদ্যালয় পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার দেখে শিক্ষক-শিক্ষিকাদের মনে প্রশ্ন দেখা দিলেও নিজের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য সম্মতি দেবেন বলে আশা রাখছেন।

Exit mobile version