Site icon janatar kalam

নিজেদের দাবি আদায়ের লক্ষে গনবস্থানে বসল ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি

জনতার কলম, ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- বর্তমানে রাজ্যের জলজ্যান্ত সমস্যা ১০৩২৩। এই সমস্যা সমাধানের দাবীতে গত ২৩ সেপ্টেম্বর ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে মহাকরন অভিযান করা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তিনটি সংগঠনের ৬ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং নিজেদের দাবি তুলে ধরেন পরে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য ২ মাসের মধ্যে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। কিন্তু দুমাস পেরিয়ে গেলেও তাদের সমস্যার সমাধান করেননি রাজ্য সরকার, কোন নোটিফিকেশন কিংবা ব্যবস্থা নেননি রাজ্য সরকার তাই ১০৩২৩ এর তিনটি সংগঠনের যৌথভাবে আত্মপ্রকাশ করা জয়েন্ট মুভমেন্ট কমিটি আজ রাজধানীর সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য গনবস্থানে বসেন নিজেদের দাবি আদায়ের লক্ষে। এই আন্দোলনে প্রশাসনসহ সংবাদ মাধ্যমকে তাদের সহযোগিতা করার আহবান রাখেন ১০৩২৩ এর শিক্ষকরা। তাছাড়া নিজেদের পরিবার পরিজনদের কথা চিন্তা করে গণবস্থানে বসতে বাধ্য হয়েছেন 10323 শিক্ষকরা। বিগত দিনে তাদের চাকরি পাওয়ার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত দ্বারস্থ হয়েছেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী 10323 শিক্ষক সংগঠনের একটি সংগঠনকে দুই মাসের সময়সীমা দিলে ও কার্যত তা পালন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গণবস্থানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান 10323 এর চাকরীচ্যুত এক শিক্ষিকা ডালিয়া দাস। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের মাননীয মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পরে আশ্বাস দিলেও তার কোনো খবর নেই। 10323 শিক্ষক-শিক্ষিকাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের চাকরি স্থায়ী সমাধান দিয়ে তাদেরকে গণঅবস্থান থেকে তুলে নেওয়ার বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিকা কি হবে সেটাই দেখার।

Exit mobile version