Site icon janatar kalam

আরক্ষা বাহিনীর গাড়িতেই শহরে ঘটল মর্মান্তিক যান দুর্ঘটনা

জনতার কলম, ত্রিপুরা আগরতলা, প্রতিনিধি:-শহরের মন্ত্রীদের বাড়ির সামনে ট্রাফিক ব্যবস্থা মজবুত থাকলেও শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমুহনীতে ট্রাফিক ব্যবস্থার যে কতটা দুর্বল তা প্রত্যক্ষ করল শহরবাসী। আর প্রশাসনিক দুর্বলতায় আরোক্ষা বাহিনীর গাড়িতেই ঘটে মর্মান্তিক যান দুর্ঘটনা। সোমবার পোস্ট অফিস চৌমুহনীর শহিদ বেদির পাশ দিয়ে এক যুবক পায়ে হেটে যাচ্ছিলেন। আর সে সময় ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের মিছিলের জন্য টিএসআর ক্যাম্প থেকে আনার জওয়ানদের বাস পিষে যুবককে। পড়ে আহত যুবককে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। কিন্তু লক্ষনীয় বিষয় হলো সেই যুবকের জন্য পুলিশের গাড়িও সেই সময় মিলেনি। পশ্চিম থানার ভেতরে একাধিক গাড়ি মজুত থাকলেও কচ্ছপের গতির টমটম দিয়ে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই টি এস আর বাস চালক। বাসের নম্বর টি আর ০১ সি ০৮৪৮।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ টি এস আর বাহিনীর গাড়িটি শহিদ বেদীর দেওয়াল থেকে নির্দিষ্ট দূরত্বে ছিল না। এতে করে হেঁটে যাওয়া যুবককে দেওয়ালের সাথে পিষে নিল সেই দানব বাস। কিন্তু ঘটনাটি ধাপাচাপা দিতে পুলিশের দাবি সে যুবক নাকি মানসিক রোগী। শহীদ বেদী থেকে গাড়ির নিচে ঝাঁপ দিয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ গাড়িটি যদি সঠিক ভাবে রাস্তায় থাকতো তাহলে কেন শহীদ বেদির দেওয়াল ভেঙেছে ? পাশাপাশি আরও অভিযোগ উঠে পশ্চিম থানার পুলিশ অযথা প্রতিদিন থানার সামনে রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়ে রাখে। এতে পথচারীদের মধ্যে ছোটখাটো যান দুর্ঘটনা প্রতিদিনই হতে চলেছে।

Exit mobile version