জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার বজরং দলের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক এর ডাক দেওয়া হয় বৈঠকে দলের কার্যকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোটা বিশ্বে করোনাভাইরাস এর যে মহামারী দেখা গিয়েছিল তার প্রভাব কিছুটা গোটা দেশের সাথপ রাজ্যেও পরিলক্ষিত হয়েছে বলে যার জন্য সংগঠনের কার্যকলাপে কিছুটা ব্যাঘাত ঘটেছে। যেহেতু করোনাভাইরাস এবং লকডাউন এর প্রভাব কিছুটা হালকা হয়েছে তাই সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে পুনরায় আগের মত মাঠে নেমে পড়ার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান। ইতিমধ্যে সংগঠনকে চাঙ্গা করতে বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কি গোটা দেশে কর্মসূচি শুরু করে দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আগামী ৮ ই ডিসেম্বর রবীন্দ্রভবনে দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কির উপস্থিতিতে 1 সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশের আগে রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কি কে নিয়ে মিছিল করে রাজধানীর রাজপথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনে কর্মসূচিতে পালন করা হবে বলে জানান।