জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা রাজ্যের বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার বেস্পতিবার রাজ্যের ছাত্র-ছাত্রীদের সমস্যা বিষয়গুলি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে শিক্ষামন্ত্রীকে বাসভবনে না পেয়ে রাস্তায় পথ অবরোধে বসে এমনই মন্তব্য করলেন এন এস ইউ আই সহ-সভাপতি সম্রাট রায়। বিশেষ করে বছর বাঁচাও পরীক্ষা রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের সময় যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা। কিন্তু ছাত্র ছাত্রীরা এই পরীক্ষায় বসে পরীক্ষার খাতায় কোনো কিছু না লিখে অনৈতিক ভাবে পাশ করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের নামে তালা ঝুলিয়ে দিচ্ছেন স্কুলের গেটে। ছাত্র-ছাত্রীরা যদি এই পরীক্ষায় ভালমতে লেখাপড়া না করে পরীক্ষার খাতায় যদি কিছু না লিখতে পারেন এতে শিক্ষক মহাশয়ের কি দোষ তাছাড়া এনএসইউআই সহ-সভাপতি সম্রাট রায় ছাত্র-ছাত্রীদের কল্যাণার্থে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।