Site icon janatar kalam

সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মবার্ষিকী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ ভারতের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 131 তম জন্মবার্ষিকী। তারই পরিপ্রেক্ষিতে উজ্জয়ন্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হলো বীর শহীদ ক্ষুদিরাম বসুর 131 তম জন্মবার্ষিকী। এদিন কমিটির সম্পাদক শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান এর ইতিহাস তুলে ধরেন এবং দুর্নীতি শোষণ অত্যাচার বিরুদ্ধে ক্ষুদিরাম বসুর মতো রুখে দাঁড়ানোর জন্য সমাজের যুবকদের প্রতি আহ্বান রাখেন। তাছাড়া এদিন অল ইন্ডিয়া ডি এস ও, ডি আই ও এবং এস ইউ সি আইয়ের পক্ষ থেকে রাজধানীর পোস্ট অফিস চৌমুনী এলাকায় সারা দেশের সাথে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর পালন করল 131 তম জন্মবার্ষিকী। এদিন ডি আই ও রাজ্য সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বর্তমানে দেশের কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষক মেহনতী মানুষ এবং যুবকদের উপর যে চাপ সৃষ্টি করছেন তার বিরুদ্ধে যুব সমাজের প্রতি রুখে দাঁড়ানোর আবেদন রাখেন। স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর অবদান স্মরণীয় ঐদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও অবধি ক্ষুদিরাম বসু অবদানে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনের ডাক দিয়েছিলেন তাই ক্ষুদিরাম বসু পথ অনুসরণ করে চলা সবকটি সংগঠনের যুব সমাজের কাছে একটাই অনুরোধ দুর্নীতি শোষণ অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠার।

Exit mobile version