Site icon janatar kalam

লাভ জিহাদ রোধে কঠোর আইন প্রণয়ন করা নিয়ে পথ অবরোধ হিন্দু সংগঠনের

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- লাভ জিহাদ নিয়ে রাষ্ট্রবাদী হিন্দু সংগঠনগুলো পুলিশের উপর আস্থা হারিয়ে প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধে বাসেন উদয়পুর নেতাজী সুভাষ ব্রীজের উপর। শুক্রবার গোমতী জেলার হিন্দু সংগঠনের প্রায় 3000 মহিলা-পুরুষ,যুবকরা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে বসেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারন প্রশাসনের পদস্থ আধিকারিকরা অবরোধ স্হলে ছুটে গেলও কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করাতে ব্যর্থ হন। পরবর্তীতে আন্দোলনকারীদের দাবির অনুসারে জেলা পুলিশ সুপার লাকি চৌহান উপস্থিত হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে লাভ জেহাদে অভিযুক্ত এরশাদ খানকে গ্রেফতার করা লিখিত দিলে এদিনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন। উল্লেখ্য গত দুর্গাপূজার সপ্তমী সকালে এরসাদ খাঁন নামে অভিযুক্ত হিন্দু পরিচয় দিয়ে চন্দ্রপুর থেকে এক হিন্দু নাবালিকাকে অপহরণ করে নিয়ে যান। এবং ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার পক্ষে থানায় অভিযোগ জানাতে গেলে মহিলা থানার ওসি আলপনা সরকার অভিযুক্তদের পার পাইয়ে দেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে নানা ধরনের ভয়-ভীতি দেখান এবং মানসিক হেনস্থা করেন বলে অভিযোগ তোলেন। এ ঘটনার পর জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানালে পুলিশ সুপার ঘটনা তদন্ত করবেন বলেও দীর্ঘ প্রায় একমাস সময় পেরিয়ে যায়। পরিশেষে একের পর এক হিন্দু নাবালিকাদের উপর লাভ জিহাদের ঘটনা ঘটতে থাকায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দিন। পরে কৃষিমন্ত্রী প্রনজিত সিংহ রায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে। কথা বলেন পুলিশ প্রশাসনের সাথে। পরে আলোচনার মাধ্যমে রাস্তা অবরোধ প্রতাহ্যার করে রাষ্ট্রবাদী হিন্দু সংগঠনগুলো।

Exit mobile version