জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :-শুক্রবার তেলিয়ামুড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুপুর ২ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমাধীন ৪ টি বিদ্যালয়ের নবম শ্রেণীর সকল ছাত্রীদের মধ্যে রাজ্য ভিত্তিক বাইসাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আজকের এই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ । এছাড়াও আজকের এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্যসচেতক কল্যাণী রায়, ২৭ কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ২৯ কৃষ্ণপুরের বিধায়ক অতুল দেববর্মণ, খোয়াই জেলা পরিষদের জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান নিতীন কুমার সাহা, কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুরাই দেববর্মা সহ আরও অন্যান্যরা । তবে বাই সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ । আজকে কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত রাজ্যভিত্তিক বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে মূলত তেলিয়ামুড়া মহকুমার অধীন মোট ৪ টি বিদ্যালয়ের মোট ১০১ জন নবম শ্রেণীর ছাত্রীকে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ-র হাত দিয়ে বাইসাইকেল বিতরণ করা শুভারম্ভ হয় ।