Site icon janatar kalam

শিশুদের পার্কগুলি ফিরে পেল প্রাণ

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সারা দেশ জুড়ে যখন করোনা তান্ডব লীলা শুরু করেছিল, সেই সময় এিপুরা রাজ্যেও বাদ যায়নি করোনার হাত থেকে। এিপুরা সরকার জারি করে লকডাউন। বন্ধ হয়ে পড়ে স্কুল, কলেজ সহ শিশুদের আনন্দ দেওয়া শিশুপার্ক গুলি। দীর্ঘদিন ধরে ঘরবন্দী থাকার ফলে শিশুরা শারীরিক ও মানসিক ভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে করোনা পরিস্থিতি রাজ্যে কিছুটা উন্নতি হওয়ার ফলে শিশুদের জন্য খুলে দেওয়া হয় শিশুপার্ক গুলি।শিশুপার্ক গুলি খুলে দেওয়ার সাথে সাথে পার্কগুলি প্রাণ ফিরে পেল ।এমনই এক দৃশ্য দেখা গেল উদয়পুর শিশুপার্কে। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অভিভাবকরা একটু আনন্দ দিতে শিশুপার্কে নিয়ে আসতে দেখা শিশুদেরকে। বিভিন্ন রকমের দোলনা, ছোট ছোট গাড়ি নিয়ে খেলতে দেখা যায় শিশুদের। এই আনন্দ মুখর দৃশ্য দেখে খুবই খুশি শিশুপার্কে আসা অভিভাবকরা।

Exit mobile version