জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় এর হাত ধরে সোমবার বিকেলে গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং উদয়পুর প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এদিন এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তর গোমতী জেলার যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস, উদয়পুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক দিলীপ দত্ত, অপুরাম সরকার। অনুষ্ঠানে এদিন স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস। জাতীয় প্রেস দিবস উৎযাপন উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।