Site icon janatar kalam

রিয়াং শরনার্থীদের নানা সমস্যা নিয়ে গৃহমন্ত্রনালয়ের নেতৃত্বদের সাথে সেক্রেটারীয়েটে বৈঠকে মহারাজ

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে রিয়াং শরনার্থীরা দীর্ঘদিন যাবৎ সরকারী নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে রিলিফ ক্যাম্পে রয়েছেন তাদের বাসস্থান এবং সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবী তুলেছিল ব্রু রিয়াং শরনার্থীরা। তাদের এই দাবীকে রাজ্য সরকার সন্মতি দিলেও রাজ্যে মহামারী পরিস্থিতির কারনে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল এর বাস্তবায়ন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন এবং ব্রু নেতৃত্বসহ গৃহমন্ত্রনালয়ের নেতৃত্বদের নিয়ে রিয়াং শরনার্থীদের নানা ধরনের বঞ্চনার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেক্রেটারিয়েট ভবনে বলে জানান তিনি। তাছাড়া কেন্দ্রিয় সরকার যেহেতু এবিষয়ে সন্মতি দিয়েছেন তাতে এর বাস্তবায়ন শুধু সময়ের অপেক্ষা বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Exit mobile version