Site icon janatar kalam

আবারও নেশা বিরোধি অভিযানে সাফল্য পেল প্রশাসন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নেশা বিরোধি অভিযানে বড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন। ঘটনা সূত্রে জানা যায় গোপন খবরের উপর ভিত্তি করে মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ ও টিএসআর যৌথ অভিযান চালায় কমলাসাগর বিধানসভার অন্তর্গত অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার 1 নং ওয়ার্ডে পাঁচ কানি গাজা বাগানে, সেখানে পাঁচ হাজার গাছ ধ্বংস করে অভিযানকারী প্রশাসনের টিম। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মধুপুর থানার ওসি তাপস দাস। রাজ্যের পুলিশের এই ধরনের অভিযানে গাজা মাফিয়াদের মধ্যে এক প্রকার আতঙ্ক দেখা দেয়।

Exit mobile version