জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত ২০১২ সালে খাদ্যনালীতে ক্যান্সার রোগে আক্রান্ত হন ফুলচান মুন্ডা । তারপর রাজধানি আগরতলা ক্যান্সার হাসপাতালে এসে নিয়মিতভাবে চিকিৎসা চালিয়ে যান তাছাড়া চিকিৎসার অঙ্গ হিসাবে করা হয় ক্যামিও ও। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং মারনব্যাধী ক্যান্সার রোগের চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার দরকার নেই তাছাড়া সরকারীভাবে সমস্ত সু্যোগ সুবিধা নিয়ে নিজ রাজ্যেই চিকিৎসা করানোর আহবান রাখলেন ক্যান্সার জয়ী ফুলচান মুন্ডা। রাজ্য সরকার বরাবরই রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নয়নের দিকে এগুচ্ছে বলে নানা সমাবেশে ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আজ ক্যান্সার জয়ী ফুলচান মুন্ডা তারই এক প্রকৃত উদাহরন।