জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিলেটের মসিমপুর নামক বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের একটি গ্রাম পরিদর্শনে যাওয়ার ১০১ বর্ষ পূর্তি ও সংগীত নাট্য একাডেমির মধ্য দিয়ে মনিপুরী নৃত্য প্রচলিত হবার দিন হিসাবে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সোসিও কালচার সোসাইটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীর কাছে নিজেদের সংস্কৃতি ও সমাজকে তুলে ধরার এবং যেকোন জাতিগোষ্ঠী যদি নিজের সংস্কৃতিকে ভালবাসেন তাহলে সেই সমাজ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি তাছাড়া নিজেদের সংস্কৃতি ও সমাজকে শ্রদ্ধা করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।