Site icon janatar kalam

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানে সাড়া দিয়ে হস্ততাত শিল্পের প্রদর্শনী হল আজ

জনতার কলম, ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্লোগান তুলেছেন লোকাল ফর ভোকাল। আর এই শ্লোগানের মূল উদ্দেশ্য হলো সকলে যাতে নিজ রাজ্য, নিজ শহর এবং নিজ গ্রামের তৈরি সামগ্রী ব্যবহার করে। আর সেটা বাস্তবায়িত হলে রাজ্যের মানুষ, নিজ গ্রাম শহরের মানুষ লাভানীত হবে। আর সেই লক্ষে সরকার চালছে রাজ্যের অর্থ রাজ্যেই আয় হোক। সেই দিশায় কাজ করছে বর্তমান সরকার। সোমবার মুখ্যমন্ত্রী হস্ততাত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী দেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই হস্ততাতের একটি শোরুম আগামী ১৪ নভেম্বর উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধন করা হবে। যারা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন তাদের সকলকে সেই শোরুম থেকে রিশা পড়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এটা রাজ্যের এক ঐতিহ্য প্রথা হবে। এতে করে হস্ত তাঁত শিল্পে যারা আছেন তারা লাভানীত হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দ্রব্যমূল্যের প্রসঙ্গে এনে বলেন, বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন প্রদান করেছে। আর আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে বলে আওয়াজ উঠছে। আসলে আলুর মূল্য বৃদ্ধি পায়নি। জেলাশাসক, সদর মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিক বাজারের অভিযানের নামে বাজার নিয়ন্ত্রণে রাখছে। আগামী কিছুদিনের মধ্যে ডেটা তৈরি করা হবে। বিগত দু’তিন বছর এবং চলতি বছরে রাজ্যে দ্রব্যমূল্যের ডেটা। কেন্দ্রীয় সরকার সম্প্রতি নয়া কৃষি আইন চালু করে সমস্ত দালালদের দালালী শেষ করে দিয়েছে।

Exit mobile version