জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নিত্য দিনের মতো ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে অভিযানে বের হয় বাজারের বিভিন্ন দ্রব্যাদির অবৈধভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে। কেননা রাজ্যের সদর মহকুমা শাসকের দপ্তর থেকে আগে নির্দেশিকা জারি হয়েছিল সেই নির্দেশিকা কে সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনফর্সমেন্ট দফতরের পক্ষ থেকে বাজারে মাস্ক ও সেনিটাইজার সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখেন এবং অভিযানের অংশ হিসেবে রাজধানীর বটতলা বাজারে অভিযান চালালে সেখানে দুটি দোকান থেকে প্রায় 200 কেজি উপর রেশনের চাল উদ্ধার করে এনফর্সমেন্ট দপ্তর। অবৈধভাবে রেশনের চাল দোকানে পাওয়ার ফলে দোকান দুটিকে তালা ঝুলিয়ে দিলো সদর মহকুমা প্রশাসন।রাজ্য সরকার গরিব অংশের মানুষ যাতে রেশনিং প্রক্রিয়ার মাধ্যমে কম মূল্যে যেন সংগ্রহ করতে পারে তার জন্য রেশন ব্যবস্থা চালু করেছেন তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ীরা যেভাবে সরকারি চালগুলিকে বেশি মুনাফা লাভে বিক্রয় করার জন্য অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তার জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার।