জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- পারিবারিক কলহকে কেন্দ্র করে এক ব্যক্তির গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা । ঘটনা আজ বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের জরাইলং বাড়ি এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, কোন এক পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । পরে স্বামী সমির দেবনাথ একাকীত্বে বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিজ ঘরেই কোন এক সময় নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগায় । পরে বাড়ির অন্যান্য লোকজনেরা বাড়িতে এসে ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে । পরে চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা দৌড়ে এসে প্রাথমিকভাবে সমির দেবনাথের শরীর থেকে আগুন নিভিয়ে নেয় এবং তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় । পরবর্তী সময় দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ সমির দেবনাথ-কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অগ্ধিদগ্ধ যুবক সমির দেবনাথের শরীরের বেশ ৫০ শতাংশ পুড়ে যায় ।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অগ্নিদগ্ধ সমির দেবনাথকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার জন্য।