Site icon janatar kalam

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে শুভ সুচনা হল মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রাজধানীর প্রঞ্জা ভবনে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে শুরু হল ‘মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সূচনা।’ যে প্রকল্প ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন রচিত করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, তেমনই অন্য দিকে রাজ্যে ডেয়ারি শিল্পে ‘রেভলিউশন’ আসবে। ত্রিপুরায় গোদুগ্ধের যে ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণ হবে এই প্রকল্পের মাধ্যমে। রাজ্য সরকার পাঁচটি জেলার ২৩টি ব্লক এবং দুটি পৌর এলাকায় ১ লক্ষ ৫৬ হাজার গাভী চিহ্নিত করেছে। এই গাভীদের সিমেন প্রয়োগ করা হবে। মোট তিন লক্ষ ১২ হাজার ডোজ দেওয়া হবে। মোট খরচ হবে ১৬ কোটি ১৯ লক্ষ ৪৩ হাজার টাকা। ত্রিপুরার মানুষ পাউডার দুধের উপর অতিরিক্ত নির্ভরশীল। তার কারণ এখানে গোদুগ্ধ পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না। এই প্রকল্পের মাধ্যমে সেই সংকটও মিটতে চলেছে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজি লোকালের জন্য ভোকাল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। যার অর্থ একটাই। চারপাশে যা আছে তাকে ব্যবহার করে স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়া। ত্রিপুরা সরকারও সেই লক্ষ্যেই পথ চলছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রি সান্তনা চাকমা, এডিসি সিইও মলিন দেব্বর্মাসহ অন্যান্যরা।

Exit mobile version