Site icon janatar kalam

শহিদদের রক্ত দেশের শক্তিসামর্থ্যকে আরও সুদৃড় করবে- মুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজধানী আগরতলা এডি নগর এমআর দেববর্মা স্টেডিয়ামে পুলিশ স্মরণ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বীর শহীদ পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন তিনি। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহিদ হয়েছেন তাদের রক্ত ভারতবর্ষের শক্তি সামর্থকে আরও সুদৃড় করবে বলে জানান তিনি এবং যারা দেশমাতৃকার কাজে নিয়োজিত হয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের শহিদ হওয়াটা ব্যর্থ যাবেনা বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version