Site icon janatar kalam

আঞ্চলিক দলগুলিতে ভাংগন অব্যাহত, কংগ্রেস ও আইপিএফটি দল ছেড়ে যোগদান আইএনপিটিতে

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজনৈতিক পারদ ক্রমশ চড়াও হয়ে উঠছে এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দলত্যাগের হিড়িক লেগে রয়েছে কিভাবে এডিসি কে দখল করা যায়। সোমবার আগরতলার প্রগতি রোড স্থিত বিএনপির দলীয় কার্যালয় আইপিএফটি ও কংগ্রেস দল ট্যাগ করে দুজন প্রতিনিধি আইএমপিটি দলে যোগদান করেন বাকি আরো 70 পরিবার পুজোর পরে রসিয়াবাড়ি এলাকায় সমাবেশ করে বাকিরা যোগদান করবেন বলে জানান প্রতিনিধিদলের নেতৃত্ব। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সেই জায়গায় গ্রাম পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক দলগুলো তাদের ক্ষমতা জাহির করার জন্য বৈঠক সভা মিটিং মিছিল করে যাচ্ছেন কিন্তু সে ক্ষেত্রে আইএমপিটি তাদের তুলনায় এখনো অনেক ব্যাকফুটে রয়ে গেছেন তারপরও তাদের বিশ্বাস এবার এডিসি নির্বাচনে কারো সঙ্গে আঁতাত না করলো একেই 28 টি আসনে প্রার্থী দিতে পারবেন। বর্তমানে রাজ্য রাজনীতিতে বর্তমান সরকার যেভাবে গ্রাম পাহাড়ে কাজ করে চলছেন সেই জায়গায় অন্য কোন রাজনৈতিক দল এবিসি কে দখল করা অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক মহল এখন দেখার বিষয় নির্বাচন আসলেই কোন দল কার সাথে আঁতাত করে এডিসিকে তাদের ক্ষমতায় নিয়ে আসেন। সোমবার আগরতলার প্রগতি রোড স্থিত দলীয় কার্যালয় দলত্যগ সবার শেষে সংবাদমাধ্যমকে আইএনটিপি টির সাধারণ সম্পাদক জগদীশ দেব্বর্মা। এদিকে দল ত্যাগ করে প্রতিনিধিদলের নেতৃত্বরা সংবাদমাধ্যমকে জানান বিজিপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও বাস্তবে পরিণত করেননি বলে জানান। এডিসি নির্বাচন শুরুর আগেই গ্রাম পাহাড়ে রাজনৈতিক পারদ ক্রমশ চাঙ্গা হয়ে উঠছে এখন দেখার বিষয় নির্বাচনে কোন দল তার ক্ষমতা বলে এডিসি কে দখল করতে পারে তা একমাত্র জনগণের ভোটের মাধ্যমে বুঝা যাবে।

Exit mobile version