Site icon janatar kalam

করোনা সংক্রমণ রোধে রেড ক্রস সোসাইটির মাস্ক ও সাবান বিতরন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে ক্রমাগতভাবে যেভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা তা থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এক সচেতনতামূলক কর্মসূচি হাতে নেই রেডক্রস সোসাইটি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করার ক্ষেত্রে মাস্ক, সেনিটাইজার ও সাবান এর গুরুত্ব তুলে ধরে পথচলতি রিক্সা শ্রমিক, অটো শ্রমিক ও ছোট ছোট দোকানের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস কে প্রতিহত করার ক্ষেত্রে জনগণের সচেতনতা অতি আবশ্যক। তাই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগণের সচেতনতা বাড়াতে রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যে পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন সেগুলো প্রশংসার দাবি রাখে।

Exit mobile version