জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজনৈতিক হিংসা প্রতিহিংসার ফলে প্রান গিয়েছে অনেক যুবকের, খালি হয়েছে অনেক মায়ের কোল। বিগত সরকারের আমলে খুন হওয়া অনেক যুবকের এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তার খুনের ঘটনার পুনরায় তদন্ত এবং শাস্তির দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যের সাথে রাজধানির রাজপথ কাপিয়ে বিশাল মিছিল করে ডিজিপির কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিনের কর্মসূচি থেকে টি আই ডি সি চেয়ারম্যান টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে দীর্ঘ ২৫ বছরে যারা বিচার পায়নি তাদেরকে বিচার প্রদান এবং দোষীদের প্রকৃত শাস্তি প্রদানের দাবী রাখেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, টি আই ডিসি চেয়ারম্যান টিংকু রায় ও রামনগর মন্ডল সভাপতি তাপস দেব, মন্ডল সেক্রেটারি সুজাতা দেবসহ
অন্যান্য কর্মকর্তারা।